কোম্পানীগঞ্জে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি
সৎ ও ন্যায়ের সাথে আগামীর নেতৃত্ব দিবে ইসলামী আন্দোলন

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, জুন ৪, ২০২৫

<span style='color:#077D05;font-size:19px;'>কোম্পানীগঞ্জে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি</span> <br/> সৎ ও ন্যায়ের সাথে আগামীর নেতৃত্ব দিবে ইসলামী আন্দোলন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ তারবিয়াত প্রদান করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি যুবনেতা আতিকুর রহমান মুজাহিদ।
শাখা সভাপতি মুহাম্মাদ আল-আমীনের সভাপতিত্বে এবং মাওলানা সাঈদ আহমদ এর সঞ্চালনায় শুক্রবার ৩০শে মে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসাবে তারবিয়াত প্রদান করেন কেন্দ্রীয় উপ-সম্পাদক মাওলানা মুহাম্মাদ বদরুল হক, সিলেট জেলা সহ-সভাপতি মুহাম্মাদ আনিসুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাজী ইসমাইল হোসেন সহ-সভাপতি মোঃ এন এম মহিউদ্দিন আল মামুন, সেক্রেটারি হাজী আবু আহমদ, জয়েন সেক্রেটারি মোঃ মইনুদ্দিন মিলন, সাংগঠনিক সম্পাদক, মুফতি আনোয়ার শাহ সহ প্রমুখ।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা শাখার ও ইউনিয়ন দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। এতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি বলেন: আপনারা প্রশিক্ষণ কর্মশালা থেকে প্রতিজ্ঞা নেন আগামী দিনে আপনারা দেশের নেতৃত্ব দিবেন। আপনার সৎ, নিষ্ঠা ও কাজের প্রতি দায়িত্বশীল হতে হবে। আপনাদের অভিভাবক নেতৃত্বদানকারীদের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর পীর সাহেব চরমোনাই যে নির্দেশ দিবেন সঠিকভাবে পালন করবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর