বাড়ি ফিরলেন লাশ হয়ে
সাদা পাথর ভ্রমণই কাল হলো ইমনের

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, জুন ১০, ২০২৫

<span style='color:#077D05;font-size:19px;'>বাড়ি ফিরলেন লাশ হয়ে</span> <br/> সাদা পাথর ভ্রমণই কাল হলো ইমনের

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথরে ঘুরতে এসে পানিতে ডুবে মেহেদী হাসান ইমন (১৬) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

সে সিলেট মহানগরীর লালাদিঘিরপাড় এলাকার জামাল উদ্দিনের ছেলে। সোমবার (৯ জুন) বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, সাদাপাথর পিকনিক স্পটে বন্ধুদের সাথে ঘুরতে আসে মেহেদী হাসান ইমন। তারা সেখানে পানিতে গোসল করতে নামলে স্রোতে ভেসে যায় ইমন। পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেহেদী হাসান ইমন সাঁতার জানতো না বলে জানা গেছে।

এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

সর্বশেষ ২৪ খবর