ঢাকা ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, জুন ১০, ২০২৫
কুলাউড়া সংবাদদাতা
মৌলভীবাজারের কুলাউড়ায় কিশোর গ্যাংয়ের দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।
সোমবার (৯ জুন) সকালে উপজেলার কর্মধা ইউনিয়নের বাবনিয়া-হাশিমপুর পয়েন্ট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে থানাপুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন কুলাউড়া সদর ইউনিয়নের শংকরপুর গ্রামের মাহতাব মিয়ার ছেলে জুবেল মিয়া (১৯) এবং পশ্চিম মিনার মহল এলাকার আজাদ মিয়ার ছেলে শাকিল মিয়া (২১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (৮ জুন) রাতে সদর ইউনিয়নের বালিচিরি গ্রামের নবীন্দ্র করের কাছ থেকে একটি মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায় ওই দুই যুবক। পরে স্থানীয়রা তাদের গতিবিধি নজরে রেখে রাত আনুমানিক ৩টার দিকে বাবনিয়া-হাশিমপুর পয়েন্টে আটক করে। পরে পুলিশকে জানালে থানার এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে।
এসআই হাবিবুর রহমান জানান, আটককৃতদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন, মানিব্যাগসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host