প্রবাসী দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও আলোচনা

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, জুন ১০, ২০২৫

প্রবাসী দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও আলোচনা

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ
প্রবাসী দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্বনাথ উপজেলা রামপাশা ইউনিয়নে পালের চক গ্রামে ফাউন্ডেশনের নিজ কার্যালয়ে এ ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ফাউন্ডেশনের নতুন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মারুয়ান আহমেদের সঞ্চালনায় ও নতুন কমিটির সভাপতি মোহাম্মদ তাওহীদুর রহমান রুহিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আলতাব হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে আলতাব হোসেন বলেন, প্রবাসী দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশন সরকার নিবন্ধিত একটি সামাজিক ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়ারম্যান দাদু ভাই ছইল মিয়া গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে অতীতে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে আমি আশা করি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন নতুন কমিটির সভাপতি তাওহীদুর রহমান রুহিন।
তিনি বলেন, আমি নতুন কমিটির সভাপতি মনোনীত হয়েছি আপনারা সবাই আমাকে এই দায়িত্ব দিয়েছেন আমি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি আমি যেন সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারি, প্রবাসী দাদু ভাই ছ্ইল ফাউন্ডেশনের সভাপতি নয় আমি মনে করি সবাই এই ফাউন্ডেশন সভাপতি ও দায়িত্বশীল এবং সবাই আমাকে সাহায্য সহযোগিতা করবেন আমি আশা করি।
উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফাউন্ডেশন এর নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান, ফাউন্ডেশনের নতুন কমিটির সিনিয়র সহ সভাপতি ডাক্তার সাইদুর রহমান, ফাউন্ডেশন নতুন কমিটিরর সাধারণ সম্পাদিকা সুরমা বেগম, ফাউন্ডেশন নতুন কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক মারওয়ান আহমেদ, ফাউন্ডেশন নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক সালমা বেগম, ফাউন্ডেশনের কোষাধক্ষ্য মোহাম্মদ আলী হোসেন, নির্বাহী সদস্য হুমায়রা, আমিনুল ইসলাম, সুনিয়া আক্তার, তাহমিনা আক্তার, ডালিয়া আক্তার, সোহান আহমদ, সাইফুল ইসলাম, শাহানারা বেগম।
ফাউন্ডেশনের সকল দায়িত্বশীলদেরকে প্রবাসী দাদুভাই ফাউন্ডেশন এর চেয়ারম্যান নিজ উদ্যোগে প্রবাস থেকে সবাইকে পাঞ্জাবি ও নগদ অর্থ সম্মানী হিসাবে প্রদান করেন।
পরিশেষে সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া পরিচালনা করেন হাফিজ মারওয়ান আহমদ, দোয়া শেষে ফাউন্ডেশন নতুন কমিটির সভাপতি তাওহীদুর রহমান রুহিনের পক্ষ থেকে ফাউন্ডেশনের সকল দায়িত্বশীলদের কে মিষ্টি আপ্যায়ন করান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর