ঢাকা ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, জুন ১২, ২০২৫
ক্রীড়াকণ্ঠ ডেস্ক
ফিফা নারী ফুটবলের র্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি করেছে বাংলাদেশ। ৫ ধাপ এগিয়েছে তারা। মার্চে প্রকাশিত র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৩৩। আজকের র্যাঙ্কিংয়ে মনিকা-আফঈদারা ১২৮ নম্বরে উঠে এসেছে।
মে মাসে ফিফা উইন্ডোতে জর্ডানে ত্রিদেশীয় সিরিজ খেলেছে বাংলাদেশ। স্বাগতিক জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করেছিল লাল-সবুজরা। যথাক্রমে ৩৯ ও ৫৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়া ও জর্ডানকে রুখে দেওয়ায় বাংলাদেশের র্যাঙ্কিং পয়েন্ট ১০৯২ থেকে বেড়ে ১০৯৯.৩৬ হয়েছে। এতে ৫ ধাপ উন্নতি হয়েছে র্যাঙ্কিং টেবিলে।
নারী র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এবারের র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ৭ ধাপ উন্নতি হয়েছে মিসরের। সবচেয়ে বেশি ৫ ধাপ অবনমন সংযুক্ত আরব আমিরাতের। র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে আছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, স্পেন, জার্মানি, ব্রাজিল ও ইংল্যান্ড।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host