ঢাকা ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ধলাই নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করার সময় চারটি নৌকা আটক করেছেন স্থানীয়রা।
শনিবার (১৪ জুন) গভীর রাতে ধলাই সেতু এলাকা থেকে নৌকাগুলো আটক করে তারা থানাপুলিশের কাছে হস্তান্তর করেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০২৪ সালের আগস্টে ক্ষমতার পটপরিবর্তনের পর থেকেই সাদা পাথর থেকে বালু ও পাথর লুটপাট হচ্ছে। নদীপথে সুনামগঞ্জ থেকে বড় বড় স্টিল নৌকায় এসব পাথর-বালু লুট হচ্ছে। এই অবৈধ কার্যক্রম চললেও প্রশাসনের তেমন কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ করছেন স্থানীয়রা। ফলে এলাকার সচেতন বাসিন্দারা নিজেরাই এসব অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ বলেন, ‘আটক করা নৌকাগুলোর মালিকদের শনাক্ত করা সম্ভব হয়নি। এসব নৌকায় কিছু বালু ছিল। বর্তমানে নৌকাগুলো পুলিশের হেফাজতে রয়েছে।’
এর একদিন আগে, শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় ধলাই নদে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে পরিচালিত টাস্কফোর্স অভিযানে পাঁচজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয় এবং ৩৮টি অবৈধ নৌকা ধ্বংস করা হয়। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুননাহার। অভিযানে পুলিশ ও বিজিবি সদস্যরা সহায়তা করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host