ঢাকা ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৫
কানাইঘাট প্রতিনিধি
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরীর সাথে দেখা করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক।
সোমবার দুপুর ১২টায় তিনি জামেয়া ইসলামিয়া দারুল উলূম দারুল হাদীস কানাইঘাট মাদরাসায় যান। এরপর শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী (রহ.) এর মাজার জিয়ারত করে শায়খে দুর্লভপুরীকে দেখতে তাঁর রুমে ঢুকেন। এসময় তিনি দুর্লভপুরীর সাথে কুশল বিনিময় করে তার শারীরিক অবস্থার সম্পর্কে জানতে চান। উত্তরে আল্লামা দুর্লভপুরী আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, আলহামদুলিল্লাহ, আগের থেকে অনেকটা ভালো আছি। এসময় প্রিয় সভাপতির কাছে দোয়া চান আল্লামা দুর্লভপুরী। এরপর তারা দেশ ও সামাজের বিভিন্ন বিষয় নিয়ে অনেক সময় কথা বলেন।
সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন- কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজ মাওলানা আলতা হোসেন, জমিয়ত নেতা মুফতি এবাদুল রহমান, ২নং লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউপির চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দীন-সহ অনেক নেতৃবৃন্দ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host