সাংবাদিক হারুন রশিদকে নিয়ে অপপ্রচার থানায় জিডি

প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৫

সাংবাদিক হারুন রশিদকে নিয়ে অপপ্রচার থানায় জিডি

ওসমানীনগর প্রতিনিধি
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি ও মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওসমানীনগর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক দৈনিক যায়যায়দিন ও দৈনিক বিজয়ের কন্ঠ পত্রিকার ওসমানীনগর প্রতিনিধি হারুন রশিদ।

বুধবার (১৮ জুন) দুপুরে তিনি ওসমানীনগর থানায় এ জিডি করেন। জিডি নং- ৮২৬।

হারুন রশিদ বলেন, গত ২ সপ্তাহ থেকে একটি চক্র সংগঠিত হয়ে কে বা কারা সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি ও মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে। বিভিন্ন আইডি থেকে অপ্রীতিকর পোস্ট শেয়ার করে আমার এবং আমার সহকর্মীদের হেনস্থা করছে।

যা মিথ্যা ও হুমকিমূলক হওয়ায় নিরাপত্তার স্বার্থে ওসমানীনগর থানা সাধারণ ডায়েরি করেছি। পরবর্তী পদক্ষেপ হিসেবে তিনি
এ বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করে সাইবার ট্রাইব্যুনালেও মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর