ঢাকা ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, জুন ২১, ২০২৫
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের ৩নং ওয়ার্ড দিঘলী দত্তপুর গ্রামে বারাকাহ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এবং অর্থায়নে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী জাতীয় খেলা হা-ডু-ডু প্রতিযোগিতা।
সংস্থার অফিস সম্পাদক,দৈনিক বিজয়ের কণ্ঠে’র বিশ্বনাথ প্রতিনিধি কামরুল হাসান এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব আব্বাস হোসেন ইমরান। তিনি বলেন, “গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও জাতীয় খেলা হা-ডু-ডু পুনরায় প্রাণ ফিরে পাচ্ছে বারাকাহ পরিবারের মতো সংগঠনের আন্তরিকতায়—এটি অত্যন্ত প্রশংসনীয়। সুন্দর সমাজ বিনির্মাণে আমরা তাদের পাশে আছি।”
প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে ২০,০০০ টাকা প্রদান করা হয় বিজয়ী দল ব্ল্যাক স্কোয়াড কে। দ্বিতীয় স্থান অর্জনকারী টাইগার স্কোয়াড পায় ১০,০০০ টাকা পুরস্কার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—মাওলানা মুশাহিদ আলী,নারায়ণ মালাকার সুমন, কবি আমিনুর রহমান,আহমেদ আলী হিরন,বাসু দেব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গ্রামীণ খেলাধুলা ও সংস্কৃতিকে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host