বিশ্বনাথে সিসিএস’র মতবিনিময় সভা

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, জুন ২১, ২০২৫

বিশ্বনাথে সিসিএস’র মতবিনিময় সভা

বিশ্বনাথ প্রতিনিধি
ভোক্তা অধিকারের গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কনশাস কনজুমার্স সোসাইটি (সিসিএস) বিশ্বনাথ উপজেলা আয়োজিত এক পরিচিতি ও মতবিনিময় সভা ২১ জুন (শনিবার) বিকেল ৪টায় বিশ্বনাথ মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়ছে।
আব্দুন নুর তাষার এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা সিসিএস কো-অর্ডিনেটর ইমদাদুল হক জীবন ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় বলেন, “ভোক্তাদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব হলেও, এর সচেতনতা প্রতিটি নাগরিকের মধ্যেও গড়ে তুলতে হবে। প্রতারিত না হয়ে, ন্যায্য দামে পণ্য কেনা এবং সঠিক পণ্য গ্রহণের অধিকার সম্পর্কে জানাটা জরুরি।”পণ্য সম্পর্কে ক্রেতাদের ধারণা রাখলে প্রতরণা এড়ানো সম্ভব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা খাদ্য গুদামের ইনচার্জ মোঃ মনোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার শামিম হোসেন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না।
হাফিজ ইমরান হোসেন এর পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিহাব উদ্দিন এবং সিসিএস পরিচিতি বক্তব্য উপস্থাপন রাখেন শাহেদ আহমদ সামি।
এসময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মশিউর রহমান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, বিশ্বনাথ বার্তা পত্রিকার নিজস্ব প্রতিবেদক এস এ সাজু, সিসিএস বিশ্বনাথ কমিটির সদস্য রাকিব সোলেমান, আদিম মাহমুদ, বদরুল হাসান, মাহফুজ আহমদ, জসিম উদ্দিন, মোনায়েম খান, ফখরুউদ্দিন, নাহিদ আহমদ, অমিত পাল, শাহিন আহমদ রাজু, সাইদুল ইসলাম, তানবির হাসান প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর