শেষ পর্যন্ত যমে ধরে নিয়ে গেল বাউল খোয়াজ মিয়াকে

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৫

শেষ পর্যন্ত যমে ধরে নিয়ে গেল বাউল খোয়াজ মিয়াকে

কামরুল হাসান, বিশ্বনাথ
দেশের বরেণ্য মরমী কবি, সিলেটের কৃতিসন্তান বাউল খোয়াজ মিয়া আর নেই। বুধবার (২৬ জুন) দুপুরে তিনি বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
‘আমার ভয় লাগিলো মনেরে, ভয় লাগিলো মনে, আমায় কোনদিন ধরিয়া নিবো যমে’ নিজের লিখা জনপ্রিয় এই গান আজ বাস্তবেই রূপ নিলো। সত্যিই যমে ধরে নিয়ে গেল এই গানসহ ‘লাগাইয়া পিরিতের ডুরি আলগা থাকি টানেরে, আমার বন্দে মহা যাদু জানে, যাদু জানেরে, আমার বন্দে মহা যাদু জানে’, যাইও না যাইও না কন্যাগো, কইন্যা যাইও না নাইওর, তুমি বিনে কেমনে থাকি একেলা বাসর কন্যাগো’, ‘ভুবন-মোহন রূপ তোমারি, দেখলে প্রাণ জুড়ায়, আমার বাড়ি আয়রে বন্ধু, আমার বাড়ি আয়’সহ এরকম অসংখ্য জনপ্রিয় গানের পদকর্তা বাউল খোয়াজ মিয়াকে।
বাংলাদেশের মরমী সাহিত্যের অমূল্য সম্পদ বাউল খোয়াজ মিয়ার পরকালিন শান্তি কামনা করছেন বিশিষ্টজনেরা। আল্লাহ, তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।

সর্বশেষ ২৪ খবর