দিরাইয়ে রফিনগর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৫

দিরাইয়ে রফিনগর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ

তৌফিকুর রহমান তাহের, দিরাই
সুনামগঞ্জের দিরাই উপজেলা বিএনপির উদ্যোগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করার লক্ষ্যে রফিনগর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৩টার (রফিনগর)বাংলা বাজারে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
দিরাই উপজেলা বিএনপির আহবায়ক মো. আমির হোসেনের সভাপতিত্বে ও ১ম যুগ্ম আহবায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও দিরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও দিরাই উপজেলা বিএনপির সদস্য এড. তাহির রায়হান চৌধুরী পাবেল, দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ূন কবির তালুকদার, আব্দুল করিম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মানিক মিয়া তালুকদার, দিরাই উপজেলা বিএনপির সদস্য আব্দুল কাইয়ূম, সুয়েব হাসান, এড.চৌধুরী মিশু, আবু সাঈদ চৌধুরী, সুমন মিয়া, আবুল খয়ের চৌধুরী প্রমুখ। এছাড়া বক্তব্য রাখেন রফিনগর ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ড নেতাকর্মী।

সর্বশেষ ২৪ খবর