সুনামগঞ্জে শ্রমিকদের রুকন সম্মেলনে অ্যাড. শামস
শ্রমিকরাই এখন চাঁদবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াবে

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৫

<span style='color:#077D05;font-size:19px;'>সুনামগঞ্জে শ্রমিকদের রুকন সম্মেলনে অ্যাড. শামস</span> <br/> শ্রমিকরাই এখন চাঁদবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াবে

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
সুনামগঞ্জ ৪ জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এড. শামস উদ্দীন শ্রমিকদের জেলা ষান্মাসিক রুকন সম্মেলন ২০২৫ উপস্থিত সকল শ্রমিকদের খোঁজ খবর নেন। শুক্রবার (২৭ জুন) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সুনামগঞ্জ ইসলামি সেন্টারের সম্মেলন কক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জের ১২টি উপজেলার রুকনদের সাথে মত বিনিময় করেছেন।
উক্ত শ্রমিক কল্যাণ ফেডারেশন রুকন ষান্মাসিক সম্মেলন সুনামগঞ্জ জেলা সভাপতি মোমতাজুল হাসান আবেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান দুলালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, জেলার শ্রমিক কল্যাণ ফেডারেশন সিনিয়র উপদেষ্টা বিশিষ্ট শিক্ষা অনুরাগী এডভোকেট শামস উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের অন্যতম উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ, সিলেট অঞ্চল সহকারী পরিচালক হাফেজ মাওলানা ফারুক আহম।
বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ সভাপতি মো:শাহ আলম, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম তালেব।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন কোষাধ্যক্ষ ওয়াহিদ আলী, দোয়ারাবাজার সভাপতি আব্দুল হান্নান,জেলার সহ সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা সভাপতি আব্দুল আলীম ইমতিয়াজ সহ ১২ টি উপজেলার সভাপতি, সেক্রেটারীসহ বিভিন্ন উপজেলার রুনন বৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন শ্রমিকদেরকে দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে মালিক ও শ্রমিকের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে সাথে সাথে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় শ্রমিকের সেবামূলক কাজে অংশগ্রহণ জোরদার করতে হবে।

সর্বশেষ ২৪ খবর