ঢাকা ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৫
গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেট জেলা গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর কলেজে মাঠে বড়ঘোষা দ্বিতীয় ফুটবল টুর্নামেন্টের সম্প্রীতি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
দ্বিতীয় ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহণ করে প্রথম থেকেই লড়াই করে দুইটি দল ফাইনাল পর্যন্ত উঠে বড়ঘোষা ফুটবল দল ও পাতনী ফুটবল দল।
খেলার প্রথমার্ধে সমতা থাকলেও দ্বিতীয়ার্ধে সমতায় রয়ে যায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত ট্রাইব্রেকারে বড়ঘোষা ফুটবল দল চ্যাম্পিয়ন হয়ে উঠে দ্বিতীয় টুর্নামেন্টে গৌরব অর্জন করে।
শুক্রবার (২৭ জুন) বিকেলে অনুষ্ঠিত মনোমুগ্ধকর সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সভাপতিত্বে করেন তৈয়ব আলী।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন শিহাব। বিশেষ অতিথি ছিলেন সাবেক যুবদলের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আহমেদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সালেহ আহমদ, যুবদল নেতা আব্দুল মালিক, ফরিদুল ইসলাম, ফখরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল কালাম, সঞ্চালনায় আব্দুস সাকির ইবন।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান শিহাব বলেন, আমরা ফুটবল কে হারিয়ে ছিলাম, হামজা আমাদের ফুটবলকে জাগ্রত করে দিয়েছে। ক্রিকেট যেভাবে বিশ্বের মধ্যে বাংলাদেশের নাম মর্যাদা রয়েছে, বাংলাদেশের ফুটবল দলও বিশ্বকাপ খেলবে, এলাকায় ফুটবল খেলোয়াড়দের আরও ফুটবলের প্রতি আগ্রহ হওয়ার জন্য অনুপ্রেরণা দেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host