ঢাকা ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৫
জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে ভারতীয় মদসহ এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন জৈন্তাপুর মডেল থানার এসআই ওবায়দুল ইসলাম। তার সঙ্গে ছিলেন এএসআই শাহরিয়ার হাসান ও আরও কয়েকজন সঙ্গীয় পুলিশ সদস্য। অভিযানে ১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।
আটককৃত ব্যক্তি হলেন শাকিল আহমদ, যিনি জৈন্তাপুর উপজেলার ভিত্রিখেল গ্রামের বাসিন্দা এবং আমির আলীর পুত্র।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, মাদক নির্মূলে জৈন্তাপুর থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। কোনো ধরনের অবৈধ কার্যকলাপ আমরা সহ্য করবো না। সীমান্তবর্তী এলাকায় মাঝে মধ্যেই ভারতীয় মদ পাচারের চেষ্টা হয়। তবে এসব অনৈতিক কার্যক্রম দমনে জৈন্তাপুর থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
আইনশৃঙ্খলা বাহিনীর এই ধারাবাহিক অভিযানে স্থানীয় এলাকাবাসীও সন্তোষ প্রকাশ করেছে। পুলিশ জানিয়েছে, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host