হৃদয়ে জকিগঞ্জ সিলেট এর আলোচনা সভায় বক্তারা
জকিগঞ্জের সকল সমস্যা থেকে উত্তোরণে সবাই ঐক্যবদ্ধ হোন

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৫

<span style='color:#077D05;font-size:19px;'>হৃদয়ে জকিগঞ্জ সিলেট এর আলোচনা সভায় বক্তারা</span> <br/> জকিগঞ্জের সকল সমস্যা থেকে উত্তোরণে সবাই ঐক্যবদ্ধ হোন

এম এ ওয়াহিদ চৌধুরী
সিলেট শহরে অবস্থানরত জকিগঞ্জের ব্যবসায়ী, চাকুরীজীবি, পেশাজীবি ও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম হৃদয়ে জকিগঞ্জ সিলেট এর ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে সংঠনের উপদেষ্টা পরিষদ, নির্বাহী পরিষদ ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে শুক্রবার, (২৭ জুন ২০২৫) সন্ধা ৭টায় নগরীর একটি অভিজাত হোটেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি হাফিজ শাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তরা বলেন- বাংলাদেশের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জের মানুষ আজ নানভাবে ক্ষতিগ্রস্ত। বর্ষা আসলেই টেকসই নদী বাঁধের অভাবে জকিগঞ্জের বিভিন্ন গ্রাম দিয়ে পানি ঢুকে জনদুর্ভোগ দেখা দেয়, এমনকি নদী ভাঙনের ফলে জকিগঞ্জের মানচিত্রে অনেকটা হ্রাস পায়। জকিগঞ্জের গ্যাস উত্তোলনের ব্যবস্থাসহ সকল সমস্যা উত্তোরণ করে একটি সুন্দর জকিগঞ্জ বিনির্মানে সকলকে এগিয়ে আসতে হবে।
তারা বলেন, হৃদয়ে জকিগঞ্জ সিলেট প্রতিষ্ঠালগ্ন থেকে জকিগঞ্জের হতদরিদ্র ও সুবিধাবঞ্চিতদের অধিকার আদায়ে অগ্রণী ভুমিকা রেখে আসছে।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন- যুগ্ম সম্পাদক- মাজেদুল ইসলাম সাঈদ। ইসলামী সংগীত পরিবেশন করেন- স্টুডিও ফোকাসের- সদস্য মেহেদী হাসান।
সংগঠনের সাধারণ সম্পাদক-এম রুহেল লস্করের উপস্থাপনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হৃদয়ে জকিগঞ্জ সিলেট এর উপদেষ্টা ও সিলেট মহানগর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি), সিলেট জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি আলহাজ্ব মাওলানা মুখলিছুর রহমান, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর সভাপতি- মাওলানা হাবিব আহমদ শিহাব, সিলেট জেলা যুবদলের সহ সভাপতি শাহীন আহমদ, জকিগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি রহমত আলী হেলালী, মাজহারুল ইসলাম জয়নাল, সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি ফেরদৌস আহমদ সাকার, সংগঠনের শুভাকাঙ্খী- শাহেদ আহমদ রাসেল।
এছাড়াও বক্তব্য রাখেন- সংগঠনের শুভাকাঙ্ক্ষী- খালেদ আহমদ, সিলেটস্থ সচেতন জকিগঞ্জবাসীর সদস্য সচিব হাবিবুর রহমান, দরগাবাহারপুর জামেয়া দারুল আজহার মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল হামিদ জালাল, সিনিয়র সাংবাদিক- এম এ ওয়াহিদ চৌধুরী।
সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহ সভাপতি মুজিবুর রহমান, আইনুল হক। যুগ্ম সম্পাদক মাজেদুল ইসলাম সাঈদ, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম, প্রচার সম্পাদক খালেদ আহমদ, সমাজকল্যাণ সম্পাদক রেজাউল ইসলাম রাজু, শিক্ষা বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান সুজন, ধর্ম বিষয়ক সম্পাদক গুলজার আহমদ খান সহ প্রমুখ।
উল্লেখ্য, ৪র্থ বর্ষপূর্তিতে একজন নার্সিং শিক্ষার্থীর পড়াশোনার যাবতীয় ব্যয়বার গ্রহণ করা হয়।
পূর্ব নির্ধারিত দরগাবাহারপুর মাদ্রাসার শিক্ষার্থীর চলিত বছরের অর্থ, প্রতিষ্ঠান পরিচালক মাওলানা আব্দুল হামিদ জালালের নিকট হস্তান্তর করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর