মেঘালয় টি এস্টেট’র ইজারা বাতিলের দাবিতে আবারও মানববন্ধন

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৫

মেঘালয় টি এস্টেট’র ইজারা বাতিলের দাবিতে আবারও মানববন্ধন

জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের দ্যা মেঘালয় টি এস্টেট এর সরকারি ইজারা বাতিল করে স্থানীয়দের মধ্যে স্থায়ী বন্দোবস্ত প্রদানের দাবিতে আবারও সড়কে নেমেছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে চলা এই দাবির অংশ হিসেবে তৃতীয় দফায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

রবিবার, (২৯ জুন) বিকেল ৪টায় চারিকাটা ইউনিয়নের পাঁচ মৌজার বাসিন্দাদের আয়োজনে চতুল বাজারে দরবস্ত কানাইঘাট সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে জাফরাং ব্রিজ এলাকা থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়ে চতুল বাজারে এসে মানববন্ধনে মিলিত হয়।

পাঁচ মৌজার পক্ষে মানববন্ধনে সভাপতিত্ব করেন আমির আলী এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সাবেক সভাপতি নাজমুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন বিলাল এবং চারিকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহআলম চৌধুরী তোফায়েল। এ ছাড়া বক্তব্য দেন ইউপি সদস্য মনির আহমেদ, হাফিজ জালাল উদ্দীন, কামাল উদ্দিন, সামসুল হক, আবদুল মালিক, জহিরুল ইসলাম, ফয়সল আহমেদ, জুবায়ের আহমেদ, মাষ্টার দেলোয়ার হোসেনসহ আরও অনেকে।

বক্তারা জানান, স্বাধীনতার আগ থেকেই এই পাঁচ মৌজার মানুষ ওই এলাকায় বসবাস করে আসছেন। অথচ পূর্ববর্তী সরকারের আমলে ‘জনমানবহীন’ এলাকা হিসেবে ভুল তথ্য উপস্থাপন করে চা-বাগানের নামে ওই জমি গোপনে ইজারা দেওয়া হয়। বিষয়টি জানার পর থেকেই স্থানীয়রা নিয়মিতভাবে এর প্রতিবাদ করে আসছেন।

তারা অভিযোগ করেন, চা বাগান ইজারার মাধ্যমে প্রায় ২৫ হাজার মানুষকে উচ্ছেদের ষড়যন্ত্র চলছে। বক্তারা ইজারা বাতিল করে প্রকৃত বাসিন্দাদের মাঝে জমির স্থায়ী বন্দোবস্ত নিশ্চিত করার দাবি জানান।

তারা আরও বলেন, এই দাবির পক্ষে সরকারের বিভিন্ন দপ্তর, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে তদন্তের নির্দেশ দেওয়া হয়। বক্তারা তদন্ত প্রতিবেদনে বসবাসরত মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

পাশাপাশি, তারা হুঁশিয়ারি দেন যে, দাবি বাস্তবায়নে বিলম্ব হলে পরবর্তী কর্মসূচি হিসেবে জৈন্তাপুর উপজেলা পরিষদ চত্বরে এবং সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও মানববন্ধনসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

সর্বশেষ ২৪ খবর