ঢাকা ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৫
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদ সভাকক্ষে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৯ কোটি ৭০ লাখ ১৩ হাজার ৫৬১ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার (২৯ জুন) দুপুরে বাজেটটি ঘোষণা করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন কাদের।
ঘোষিত বাজেট থেকে জানা যায়, এবারের বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে ৮ কোটি ৯০ লাখ টাকা এবং টিআর প্রকল্পের জন্য ৮০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার ফলে মোট বাজেট দাঁড়িয়েছে ৯ কোটি ৭০ লাখ ১৩ হাজার ৫৬১ টাকা। এ বাজেটে পৌরভবনের জন্য জমি ক্রয়, বর্জ্য ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়নসহ নানা খাতে ব্যয় নির্ধারণ করা হয়েছে।
বাজেটে সবচেয়ে বড় বরাদ্দ ২ কোটি টাকা রাখা হয়েছে কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রকল্পে। এছাড়া অন্যান্য বিবিধ খাতে প্রায় ২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। রাজস্ব আদায় থেকে সর্বোচ্চ আয় হিসেবে ৩ কোটি ৬৭ লাখ টাকা প্রদর্শিত হয়েছে।
এদিকে, এবারের বাজেট গত বছরের তুলনায় প্রায় চারগুণ কম হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে পৌরসভা ৩৭ কোটি ৭৭ লাখ ২১ হাজার ৬৮৬ টাকা বাজেট ঘোষণা করেছিল, কিন্তু গত বছর বাস্তবে আয় হয়েছিল মাত্র ৬ কোটি টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়।
পৌর প্রশাসক আলা উদ্দিন কাদেরের সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা মো. বদরুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন, থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহীন মাহবুব, প্রকৌশলী আবু সাঈদ, সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, পৌরসভার সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন এবং বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি আশিক আলী।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host