ঢাকা ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৫
মো. হাবিবুর রহমান
স্বেচ্ছাসেবী সংস্থা নকশী বাংলা ফাউন্ডেশন এর স্বাবলম্বী প্রকল্পের আওতায় তিন মাসব্যাপী ফ্রী সেলাই প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ জুন) বিকাল ৩টায় গ্রীণ সিটি ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুলে সেলাই প্রশিক্ষণ চালু করা হয়।
এসময় সেলাই প্রশিক্ষণ কোর্স পরিদর্শন করেন, জেলা সমাজসেবা কার্যালয় সিলেট এর সহকারী পরিচালক মো: রফিকুল হক। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক নাজমুল হক ও ইমদাদুল হক।
নকশী বাংলা ফাউন্ডেশনের সভাপতি প্রিন্সিপাল শাহীনুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটারিয়াল মাজহারুল ইসলাম জয়নাল এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রচার ও দপ্তর সম্পাদক সাংবাদিক মো: হাবিবুর রহমান, সাহিত্য সম্পাদক পলিনা রহমান, প্রশিক্ষক লিপি খান, শিলা বেগম। প্রশিক্ষণার্থীদের মধ্যে থেকে অনূভুতি পেশ করেন, শিক্ষার্থী সুমনা বেগম, সোনিয়া আক্তার, শান্তা বেগম প্রমুখ।
পরিদর্শন অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয় সিলেটের সহকারী পরিচালক মো: রফিকুল হক বলেন, আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম হাতিয়ার হলো দক্ষ জনশক্তি। দক্ষ জনশক্তি তৈরিতে নকশী বাংলা ফাউন্ডেশন এর ফ্রী সেলাই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। এই প্রশিক্ষণ কর্মসূচি নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে একটি কার্যকর ভূমিকা রাখবে। নারীরা সেলাই প্রশিক্ষণ গ্রহণ করে নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি একটি পরিবারকে স্বাবলম্বী করা সম্ভব। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host