উচ্ছেদ নোটিশ প্রত্যাহার না হলে সিলেটের সর্বত্র পরিবহন ধর্মঘট

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৫

উচ্ছেদ নোটিশ প্রত্যাহার না হলে সিলেটের সর্বত্র পরিবহন ধর্মঘট

ইসলামপুরবাসীর দাবি দ্রুত মেনে নিন : আরিফুল হক চৌধুরী

বিজয়ের কণ্ঠ ডেস্ক
আগামী চার জুলায়ের মধ্যে জেলা প্রশাসক কর্তৃক ঘোষিত ইসলামপুর (মেজরটিলা) অন্ধকল্যাণ সমিতি’র মার্কেট উচ্ছেদ নোটিশ প্রত্যাহার করা না হলে ৫ তারিখ থেকে সিলেট বিভাগের সর্বত্র পরিবহন ধর্মঘট পালন করবে পরিবন শ্রমিকরা। শ্রমিকদের ঘোষিত এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী জেলা প্রশাসককে উদ্দেশ্য করে বলেছেন, ইসলামপুরবাসী সহ শ্রমিক সংঘটনের ন্যায্য দাবি দ্রুত মেনে নিন। বিনা কারণে ব্যক্তি বিশেষের প্ররোচনায় গরিবের পেঠে লাথি মারবেন না।যার পরিনতি হবে ভয়াবহ।
তিনি বুধবার দুপুরে নগরীর কোর্ট পয়েন্টে ইসলামপুর (মেজরটিলা) অন্ধকল্যাণ সমিতি মার্কেট ব্যাবসায়ীদের মানববন্ধন পরবর্তী এক সমাবেশে প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন।
মানববন্ধনে ইসলামপুর (মেজরটিলা) অন্ধকল্যাণ সমিতি মার্কেটের সাড়ে চার শতাধিক ব্যাসায়ী, পরিবহন শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর