ঢাকা ২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সিলেটের বন্দরবাজার থেকে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বন্দরবাজার মহাজনপট্টির জননী সাজঘরের সামনা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার যুবকের নাম শেখ আল মামুন রাজু ওরফে এসকে রাজু (৩৩)। তিনি হবিগঞ্জের বানিয়াচং থানার মিয়াখানী শেখেরবাড়ি গ্রামের শেখ ফেরদৌস ও শান্তি বেগমের ছেলে। বর্তমানে তারা সিলেট মহানগরীর শাহপরাণ থানার মেজরটিলা ডি ব্লকের ৩২নং বাসার প্যারাগন টাওয়ারের বাসিন্দা।
অভিযুক্ত রাজু বিভিন্ন মামলার আসামি। এতদিন প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তার টিকিটিরও নাগাল পাচ্ছিল না বলে ব্যাপক প্রচার। তবে শেষ পর্যন্ত তিনি ধরা পড়েছেন। এসময় তার কাছে পাওয়া গেছে ৩০ পিস ইয়াবা।
রাজু নগরীর রায়নগর এলাকার আলোচিত অটোরিকশা চালক সোহেল হত্যা মামলার ১নং আসামি।
এছাড়াও তার বিরুদ্ধে দস্যুতাসহ হত্যা মামলা, বিস্ফোরক দ্রব্য আইন, পুলিশ এসল্ট , অস্ত্র আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, চাঁদাবাজিসহ মোট ৭টি মামলা রয়েছে।
তাকে আদালতের সপোর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host