বিএনপি নেতা হওয়ার স্বপ্ন ভঙ কৃষকলীগ নেতার : কাউন্সিলের মনোনয়নপত্র বাতিল

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫

বিএনপি নেতা হওয়ার স্বপ্ন ভঙ কৃষকলীগ নেতার : কাউন্সিলের মনোনয়নপত্র বাতিল

বড়লেখা প্রতিনিধি
কৃষকলীগ নেতা থেকে সরাসরি বিএনপি নেতা হওয়ার স্বপ্ন দেখছিলেন মো. আবুল হোসেন। মৌলভীবাজারের বড়লেখায় আসন্ন ৯ জুলাই রোজ বুধবার ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিলে সহ সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা করতে মনোনয়ন জমা দেন তিনি। কিন্তু যাচাই-বাছাইয়ে ধরা পড়ে তার আসল রূপ। এরপর ১ জুলাই বড়লেখা উপজেলা বিএনপির নির্বাচন কমিশন তার মনোনয়নপত্রটি বাতিল করেন।
তিনি কাউন্সিলের সভাপতি পদপ্রার্থী নাজিম উদ্দীন, সহ সভাপতি আলতাফ হোসেন কুকিল ও সম্পাদক ফয়জুর রহমান এবং সাংগঠনিক জিল্লুর করিম ময়নুল প্যানেলে প্রার্থীতা করছিলেন।
জানা যায়, আবুল হোসেন ২০২২-২৪ সাল থেকে নিজ বাহাদুরপুর ইউনিয়ন শাখার কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। সে সময়কার কমিটির প্যাডে বড়লেখা উপজেলা কৃষকলীগের আহবায়ক আব্দুল লতিফ এর স্বাক্ষর রয়েছে।
এছাড়া, কৃষক দলের মিছিল মিটিংয়ে সক্রিয় ছিলেন আবুল হোসেন। বিভিন্ন মিছিল-মিটিংয়ে কৃষকলীগের পক্ষে তার সক্রিয় অংশগ্রহণের প্রমাণসহ ছবি নির্বাচন কমিশনের কাছে জমা পড়ে।
বড়লেখা উপজেলা বিএনপির প্রধান নির্বাচন কমিশনার মো. জয়নাল আবেদীন বলেন, ‘সহ সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবুল হোসেনের মনোনয়নপত্র প্রাথমিক যাচাইয়ে গৃহীত হলেও পরে প্রাপ্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে তা বাতিল করা হয়েছে। তিনি নিজ বাহাদুরপুর ইউনিয়ন কৃষকলীগের বর্তমান কমিটির অর্থ বিষয়ক সম্পাদক ছিলেন।’ দলের মিছিল মিটিংয়ে সক্রিয় ছিলেন। দায়িত্বশীলদের কাছ থেকে জানতে পারি সে কৃষকদলের নিবেদিত একজন নেতা।
তবে সূত্রমতে, আবুল হোসেন নিজেকে কৃষকলীগের একজন কর্মী নয় বলে দাবি করলেও তা বিশ্বাসযোগ্য প্রমাণ দিতে পারেননি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর