ঢাকা ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫
হবিগঞ্জ প্রতিনিধি
তাদের দু’জনেরই বয়স ৭ বছর। এই বয়সেই শেষ হয়ে গেল তাদের জীবন। তাদের মৃত্যুর খবরে শোকে মুহ্যমান নিজের এলাকাসহ গোটা মাধবপুর উপজেলা।
বৃহস্পতিবার দুপুরের প্রচণ্ড গরমে সবার অলক্ষে গোসল করতে নেমেছিল তারা। কিন্তু এরপরই তলিয়ে যায় পুকুরের পানিতে।
ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বরুড়া গ্রামে। দুই শিশু হল, সোলেমান মিয়ার কন্যা তামান্না আক্তার ও এনাম মিয়ার ছেলে একরাম মিয়া।
স্থানীয়রা জানান, সোলেমান মিয়ার বাড়ির পাশের পুকুরে সবার অগোচরে গোসল করতে নামে তামান্না আক্তার ও একরাম মিয়া।
এসময় তারা পুকুরে সাঁতার কাটতে গিয়ে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তাদের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন দুই পরিবারের লোকজন।
পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকাহত এলাকাবাসী তাদেরকে এক নজর দেখতে ভীড় জমান।
মাধবপুর থানার ওসি শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host