ঢাকা ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নাজীরগাঁও গ্রামে আলীম উদ্দিন (১৯) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোর রাতে বসত ঘরের নিজ কক্ষে তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা।
নিহত আলীম উদ্দিন নাজীরগাঁও গ্রামের ফখর উদ্দিনের ছেলে। তিনি ছিলেন ছয় ভাই ও এক বোনের মধ্যে পঞ্চম। ২০০৯ সালে তার মা মারা যাওয়ার পর বাবার দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় সংসারে আরও চার ভাই রয়েছে। অভাব-অনটনের সংসারে আলীম পেশায় ছিলেন একজন শ্রমিক।
ঘটনার পরপরই খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, এটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host