ঢাকা ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫
হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জ শহরে ছুরিকাঘাতে জনি দাস (১৭) নামে এক স্কুল ছাত্র খুন হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বড় ভাই জয় দাস, যিনি বর্তমানে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (৩ জুলাই) ভোররাতে শহরের চৌধুরী বাজার এলাকার ডেমেম্বর নামক স্থানে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জনি হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে নির্দন দাসের বাড়িতে একদল দুর্বৃত্ত প্রবেশ করে। বাসার লোকজন বিষয়টি আঁচ করতে পারলে এক চোরবেশী যুবককে আটকানোর চেষ্টা করেন জনি। তখন দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে বড় ভাই জয় দাসকেও ছুরিকাঘাত করা হয়।
রক্তাক্ত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন। জয় দাসের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। তারা জানান, এটি স্রেফ চুরির ঘটনা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা দাবি করেন, চোরবেশে আসা দুর্বৃত্তরা মূলত জনিকে খুন করতেই এসেছিল। প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) সজল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host