আবর্জনার ভেতরেই চলছে বেচাকেনা, গন্ধে হাঁসফাঁস জনজীবন

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৫

আবর্জনার ভেতরেই চলছে বেচাকেনা, গন্ধে হাঁসফাঁস জনজীবন

ব্যবসায়ী, পথচারী, শিক্ষার্থী সবাই চরম স্বাস্থ্যঝুঁকিতে

এমরান আহমদ, বড়লেখা
মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের ব্যস্ততম হাজিগঞ্জ বাজারের কিছু অংশ এখন যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। বাজার এলাকায় নির্ধারিত ডাম্পিং স্টেশন না থাকায় অপরিকল্পিতভাবে ছোট ছোট পাকা ডাস্টবিনে প্রতিদিন ময়লা-আবর্জনা ফেলায় তৈরি হয়েছে অসহনীয় পরিস্থিতি। দুর্গন্ধ, মশা-মাছি ও যানজটে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় ব্যবসায়ী, পথচারী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।

শুক্রবার (৪ জুলাই) বিকালে সরেজমিনে দেখা যায়, পৌর মার্কেট, মেমোরিয়াল মার্কেট, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসহ বাজারের কেন্দ্রস্থলে সড়কের পাশে থাকা পাকা ডাস্টবিনগুলো ময়লায় উপচে পড়ছে। সামান্য বৃষ্টিতেই এসব আবর্জনা সড়কে ছড়িয়ে পড়ছে, সৃষ্টি হচ্ছে দুর্গন্ধ ও যানজট।

স্থানীয় ব্যবসায়ী আব্দুল আজিজ বলেন, আপনারা একদিন এখানে থাকলে বুঝতেন আমরা কী যন্ত্রণায় আছি। শিশুরা অসুস্থ হয়ে পড়ছে, বৃদ্ধরা শ্বাস নিতে পারছে না। মনে হয় এলাকা ছেড়ে পালাতে হবে।

কলেজছাত্র এমরান আহমদ বলেন, এটা এক দিনের সমস্যা নয়, বছরের পর বছর ধরে যেখানে সেখানে ময়লা ফেলায় ভাগাড় তৈরি হয়েছে। কেউ শোনে না, কেউ দেখে না।

স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, বারবার অভিযোগ জানানো হলেও সমস্যার সমাধান হয়নি। বরং ডাস্টবিন থেকে ময়লা উপচে এখন সড়কের ওপর ছড়িয়ে পড়ছে, এতে শহরে যানজটের মাত্রাও বেড়েছে।

উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মুফতি জিয়াউল হক জানান, বাজারের ভেতরে যেভাবে ময়লা ফেলা হচ্ছে, তাতে পরিবেশ দূষণের পাশাপাশি মশা-মাছি বাড়ছে। এসব থেকে রোগব্যাধিও ছড়াচ্ছে।

হাজিগঞ্জ বাজার বণিক সমিতির সদস্য সচিব আব্দুর রহমান মানিক বলেন, চার দিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন দিয়েছি। গত দুই দিন ধরে ময়লা সড়কের ওপর চলে এসেছে। দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ করছি।

পৌরসভা প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, সরকারি জমি না পাওয়ায় ডাম্পিং স্টেশন করা যাচ্ছে না। আপাতত একটি বিকল্প জায়গা নির্ধারণ করা হয়েছে, তবে তা স্থায়ী সমাধান নয়।

তিনি আরও জানান, পূর্বের মেয়র যে ডাস্টবিনগুলো নির্মাণ করেছিলেন, সেগুলো যথাযথ পরিকল্পনা ছাড়া হওয়ায় সমস্যা আরও প্রকট হয়েছে। একটু পরিমাণ ময়লাই সড়কে ছড়িয়ে পড়ে জনদুর্ভোগ তৈরি করছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তাহমিনা আক্তার বলেন, আমরা এরইমধ্যে ময়লা পরিষ্কারে উদ্যোগ নিয়েছি। আজকের বিষয়টি জানার পর সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেব।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর