ঢাকা ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৫
এমরান আহমদ, বড়লেখা
সিলেটের বালাগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে সাতার কাটতে নেমে মির্জা আব্দুল আহাদ (৪৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। সোমবার (৭ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার মুসলিমাবাদ গ্রামের পূর্ব পাশে নদীতে এই ঘটনা ঘটে।
নিখোঁজ মির্জা আব্দুল আহাদ পূর্ব গৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদ গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মির্জা ধন মিয়া। পেশায় তিনি একজন কৃষক এবং মানসিক প্রতিবন্ধী বলে জানিয়েছেন স্বজনরা।
ধারণা করা হচ্ছে মির্জা আহাদ নদীর অপর পাড়ে তার বোনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে নদীতে নামেন। এরপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
স্থানীয়রা তাৎক্ষণিক খোঁজাখুঁজি শুরু করলেও কোনো সন্ধান মেলেনি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে বালাগঞ্জে ডুবুরি না থাকায় তাৎক্ষণিক উদ্ধার কাজ শুরু করা যায়নি। পরে সিলেট থেকে বিশেষ প্রশিক্ষিত ডুবুরি আনা হয় এবং দুপুরের পর থেকে ডুবুরি দিয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল নীল রঙের শার্ট এবং মাথায় একটি টুপি।
এদিকে স্বজন ও এলাকাবাসী দুশ্চিন্তায় নদীর তীরে ভিড় করছেন। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কার্যক্রম তদারকি করছেন।
যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার খোঁজ পান বা কোনো তথ্য জানতে পারেন, তাহলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে : +৮৮০১৬৪৭-৮২৩৬৬৪, +৮৮০১৭৮৮-৫৮৪৪৫৪
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host