ছাতকে ফকির টিলা-সোনালী চেলার রাস্তা যেন মরণ ফাঁদ

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৫

ছাতকে ফকির টিলা-সোনালী চেলার রাস্তা যেন মরণ ফাঁদ

বিশেষ প্রতিনিধি, সুনামগঞ্জ
‎সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর সুরমা ফকির টিলা থেকে সোনালী চেলার রাস্তার খুব বাজে অবস্থা। বেহাল দশা লেগেই থাকায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। রাস্তার মধ্যখানে ছোট-বড় অসংখ্য গর্ত রয়েছে এ রাস্তাটিতে। রাস্তাটি যেন মরণফাঁদে পরিণত হয়ে গেছে। স্থানীয়রা রাস্তাটি পুনরায় মেরামতের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
(‎রোববার) ৬ জুন দুপুরে রাস্তাটি সংস্কারের দাবিতে অটো সিএনজি চালকসহ এলাকার সাধারণ জনগণ রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শামসুর রহমান বাবুল, ‎ফকিরটিলা অটো স্ট্যান্ডের সভাপতি মাসুক মিয়া, সাধারণ সম্পাদক শাহ মোঃ ফারুক মিয়া, সিএনজি স্ট্যান্ড’র সাবেক সভাপতি তেরা মিয়া, বর্তমান সিনিয়র সহ-সভাপতি আব্দুস সুবহানসহ প্রমুখ শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‎বক্তারা বলেন, ২০২২ সালের স্মরণকালের ভয়াবহ বন্যায় রাস্তাটি ভেঙ্গে গেলেও এর পরবর্তী এখন পর্যন্ত রাস্তার কোনো সংস্কার হয় নাই। এমতাবস্থায় রাস্তা প্রতিনিয়ত এক্সিডেন্ট হচ্ছে। ‎উত্তর এলাকার প্রায় কয়েক লাখ মানুষের একমাত্র যাতায়াতের রাস্তা এটি।রাস্তাটি সংস্কারের জন্য জোরদাবি জানান বক্তারা।

সর্বশেষ ২৪ খবর