ঢাকা ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৫
বিশেষ প্রতিনিধি, সুনামগঞ্জ
সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর সুরমা ফকির টিলা থেকে সোনালী চেলার রাস্তার খুব বাজে অবস্থা। বেহাল দশা লেগেই থাকায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। রাস্তার মধ্যখানে ছোট-বড় অসংখ্য গর্ত রয়েছে এ রাস্তাটিতে। রাস্তাটি যেন মরণফাঁদে পরিণত হয়ে গেছে। স্থানীয়রা রাস্তাটি পুনরায় মেরামতের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
(রোববার) ৬ জুন দুপুরে রাস্তাটি সংস্কারের দাবিতে অটো সিএনজি চালকসহ এলাকার সাধারণ জনগণ রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শামসুর রহমান বাবুল, ফকিরটিলা অটো স্ট্যান্ডের সভাপতি মাসুক মিয়া, সাধারণ সম্পাদক শাহ মোঃ ফারুক মিয়া, সিএনজি স্ট্যান্ড’র সাবেক সভাপতি তেরা মিয়া, বর্তমান সিনিয়র সহ-সভাপতি আব্দুস সুবহানসহ প্রমুখ শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ২০২২ সালের স্মরণকালের ভয়াবহ বন্যায় রাস্তাটি ভেঙ্গে গেলেও এর পরবর্তী এখন পর্যন্ত রাস্তার কোনো সংস্কার হয় নাই। এমতাবস্থায় রাস্তা প্রতিনিয়ত এক্সিডেন্ট হচ্ছে। উত্তর এলাকার প্রায় কয়েক লাখ মানুষের একমাত্র যাতায়াতের রাস্তা এটি।রাস্তাটি সংস্কারের জন্য জোরদাবি জানান বক্তারা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host