ঢাকা ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবে দালালচক্রের নির্যাতনে নিহত জকিগঞ্জ উপজেলার আমলশিদের প্রবাসী আব্দুস সামাদের লাশ দেশে পৌঁছার আগেই তার বাবা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। এতে শোকাবহ পরিবেশে তৈরি হয়েছে চরম ক্ষোভ ও উদ্বেগ।
জানা গেছে, নিহত সামাদের বাবা সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন, সালিশ ব্যক্তিত্ব আব্দুল মতিন বাদল, আবুল কালাম, আব্দুর রহিম, আব্দুল মান্নান ও ফারুক আহমদের বিরুদ্ধে সিলেটের শাহপরান নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত থেকে ১০৭/১১৭ ধারায় নোটিশ ইস্যু করা হয়। অভিযোগটি করেন বারঠাকুরী ইউনিয়নের সাবেক ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি অহিদুর রহমান আইদুর।
স্থানীয়রা বলেন, “সামাদের জানাজা ও দাফনের আগেই এমন অভিযোগ শুধু অমানবিকই নয়, এটি পরিকল্পিত ষড়যন্ত্র। আইদুর নিজেকে সালিশি ব্যক্তি ও মসজিদ কমিটির সভাপতি দাবি করলেও তার পরিচয় প্রশ্নবিদ্ধ। তার বিরুদ্ধে মসজিদের অর্থ আত্মসাতসহ একাধিক অভিযোগ রয়েছে।”
বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু ও ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, “অভিযোগে যাদের সাক্ষী করা হয়েছে, তাদের মধ্যে শুধু একজন আমলশিদের। আমরা ইউনিয়ন পরিষদ থেকে প্রত্যয়ন দিয়েছি। এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং শোকাহত পরিবারের প্রতি অমানবিক নির্যাতনের শামিল।”
নিহতের পিতা আব্দুল মতিন মেম্বার বলেন, “আমি আমার ছেলের হত্যার বিষয়ে আদালতে মামলা করেছি, যার তদন্ত আদালতের নির্দেশে চলমান। আমি ন্যায়বিচার প্রার্থনা করছি।”
এলাকাবাসীর দাবি, অহিদুর রহমান আইদুর ও তার ছেলে কবির আহমদ অনিক একটি দালাল ও মাফিয়া চক্রের সদস্য। তারা শুধু প্রতারণা নয়, বরং নিহতের পরিবারকে হুমকি দিয়ে হয়রানি করছে। প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host