প্রবাসী রিজভীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৫

প্রবাসী রিজভীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি

নিজস্ব প্রতিবেদক
জাপান প্রবাসী হিফজুর রহমান রিজভীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে জানা গেছে। ভুক্তভোগী রিজভী সিলেটের গোয়াইনঘাট উপজেলায় লেংগুড়া গ্রামের মুক্তিযোদ্ধা কমান্ডার মৃত ফয়জুর রহমানের ছেলে। তিনি ৯ বছর যাবৎ জাপানে বসবাস করতেছেন। নিজ জন্মভূমির টানে দেশে ছুটিতে আসেন (১০ মে) এবং ২২শে জুন আবারও জাপানে চলে যান।
কিন্তু দেখা যায় ৬ জুলাই এক চাঁদাবাজি মামলায় আসামি করা হয়েছে। এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকে তীব্র নিন্দা জানিয়ে স্ট্যাটাস দিচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে জাপান প্রবাসী হিফজুর রহমান রিজভী বলেন, আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমি প্রবাস থেকে দেশের টানে বাড়িতে এসে আবারও জাপান চলে আসি। এধরণের চাঁদাবাজি কোনো কিছুতেই যুক্ত ছিলাম না।
এ বিষয়ে জানতে চাইলে গোয়াইনঘাট থানার ওসিকে কল দিলে তিনি ধরেননি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর