ঢাকা ২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৫
জুবায়ের আহমদ, জকিগঞ্জ
সিলেটের জকিগঞ্জে উপজেলা প্রশাসনের সিল ব্যবহার করে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। বিভিন্ন বাজারে ট্রাক শ্রমিক সমিতির নামে এই অবৈধ চাঁদা উত্তোলন চলছে বলে অভিযোগ করেছেন পরিবেশক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
বুধবার (৯ জুলাই) জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমানের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন পরিবেশক অ্যাসোসিয়েশনের নেতারা।
অভিযোগে বলা হয়, গত কয়েক মাস ধরে ঈদগাহ বাজার, মাসুম বাজার, ভিঙ্গের বাজার, লক্ষ্মী বাজার ও শাহগলি বাজারে ইজারাদাররা উপজেলা প্রশাসনের সিল ব্যবহার করে বিভিন্ন কোম্পানির পরিবেশকদের গাড়ি থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছে। অভিযোগকারীরা জানিয়েছেন, ইজারাদার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেও কোনো সঠিক উত্তর পাওয়া যায়নি। পাশাপাশি ট্রাক শ্রমিক সমিতির নামেও বিভিন্ন স্থানে চাঁদা উত্তোলনের অভিযোগ আনা হয়েছে।
পরিবেশক অ্যাসোসিয়েশন এই চাঁদা উত্তোলনকে “সম্পূর্ণ অবৈধ” বলে উল্লেখ করে দ্রুত তদন্তপূর্বক সমাধানের দাবি জানিয়েছে।
অভিযোগপত্র গ্রহণের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান চাঁদার রশিদে উপজেলা প্রশাসনের সিল ব্যবহার দেখে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এভাবে সিল ব্যবহার সম্পূর্ণ অবৈধ। তিনি তাৎক্ষণিকভাবে ট্রাক শ্রমিক সমিতির সভাপতির সঙ্গে ফোনে যোগাযোগ করে বিষয়টি জানতে চান এবং এ ধরনের চাঁদাবাজি বন্ধের মৌখিক নির্দেশ দেন।
তবে উপজেলা ট্রাক শ্রমিক সমিতির সভাপতির সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ অস্বীকার করে দাবি করেন, সমিতির পক্ষ থেকে কোনো প্রকার চাঁদা উত্তোলন করা হয় না।
অভিযোগ দাখিলের সময় উপস্থিত ছিলেন পরিবেশক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ, প্রচার সম্পাদক শাহজাহান মাহমুদ সেলিম, নির্বাহী সদস্য কে আই বুলবুল, সদস্য মনির হোসেন, মিজানুর রহমান, মাওলানা সেলিম আহমদ, বিপ্লব কুমার পাল, আব্দুল আহাদ, রেজাউল করিম, লোকমান আহমদ, আলতাব হোসেন, শাব্বির আহমদ এবং বাহার উদ্দিন প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host