পাথর কোয়ারি খুলে দিতে দাবি জানাল গণঅধিকার পরিষদ

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৫

পাথর কোয়ারি খুলে দিতে দাবি জানাল গণঅধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক
সিলেটের বন্ধ থাকা পাথর কোয়ারি খুলে দিতে জোর দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। সিলেটের পাথর কোয়ারি খুলে দেয়াসহ ৬ দফা দাবি আদায়ে সামাজিক, রাজনৈতিক, পরিবহন মালিক-শ্রমিক, পাথর ব্যবসায়ী-শ্রমিকের সাথে মঙ্গলবার (৮ জুলাই) এক জরুরি বৈঠক করেন সিলেট বিভাগীয় কমিশনার। ওই বৈঠকে কোয়ারি খোলার দাবিটি উত্থাপন করেন পরিষদ নেতৃবৃন্দ।
এসময় গণঅধিকার পরিষদ এর পক্ষে উপস্থিত ছিলেন- সিলেট জেলা শাখার আহ্বায়ক রহমতে এলাহী লস্কর নাইম, যুব অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সদস্য সচিব সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জুবায়ের আহমদ তোফায়েল, শ্রমিক অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ওলিউর রহমান মনজিল, সহ সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।
এসময় তারা বলেন, সিলেটের পাথর কোয়ারি সচলের দাবিতে ঢাকা প্রেসক্লাবের সামনে গণঅধিকার পরিষদ এর সভাপতি ভিপি নুরুল হক নুর অংশগ্রহণ করে ঐকমত পোষণ করেন। পরবর্তীতে পাথর কোয়ারি ইজারা স্থগিত আদেশ প্রত্যাহার করে খোলার ব্যবস্থা হলেও হঠাৎ করে পরিবেশের দোহাই দিয়ে উপদেষ্টা রিজওয়ানা হাসান পাথর কোয়ারি বন্ধ করে দেন। আমরা পূর্বে ছিলাম এখনো পাথর কোয়ারি খুলে দিতে গণঅধিকার পরিষদ থেকে জোর দাবি জানাচ্ছি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর