জালালাবাদে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৫

জালালাবাদে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বিজয়ের কণ্ঠ ডেস্ক
সিলেটে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন তার স্বজনরা। বর্তমানে লাশটি ওসমানীর মর্গে রাখা হয়েছে।
যুবকের নাম রাজু দাস (২৫)। তিনি সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার গোয়াবাড়ী আব্দুল্লাহর বিল্ডিংয়ের ভাড়াটিয়া রাখাল দাসের ছেলে। তাদের স্থায়ী ঠিকানা, সুনামগঞ্জের শাল্লা থানার সুদনখল্লি গ্রামে।
তার পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিার (১০ জুলাই) দুপুর ২টার দিকে তার শরীর ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে দ্রুত তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) হারুন-উর-রশীদ বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই আমাদের ধারনা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ ২৪ খবর