লোকমান আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৫

লোকমান আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

সিলেট নগরীর ৩২নং ওয়ার্ডের পশ্চিম ভাটপাড়া জামে মসজিদের সাবেক ক্যাশিয়ার মরহুম লোকমান আলী (রহ.)-এর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘মরহুম লোকমান আলী স্মৃতি ফাউন্ডেশন’-এর সভাপতি জামাল আহমদ এর পক্ষ থেকে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) বাদ জুমু’আ এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন, বায়তুল মামুর জামে মসজিদ পশ্চিম ভাটপাড়া সিলেট-এর সাবেক ইমাম ও খতিব হাফিজ মাওলানা মুফতি আজির উদ্দিন জিহাদী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পশ্চিম ভাটপাড়া জামে মসজিদ কমিটির সেক্রটরি সেলিম আহমদ, কলরব সিলেট বিভাগীয় শাখার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল বাসিত, ইজ্জাদ মিয়া, হেলাল উদ্দিন, মোঃ জুনেল আহমেদ, হাফিজ আব্দুর রকিব, মোঃ আব্দুর রহিম, মোঃ আফজল হোসেন, মাহবুবুর রহমান, আহমদ ফারদিন, আবুল ফজল তাসলিম, শাহরিয়ার হোসেন তাজিম, রাফি আহমদ নোমান, শাহনেওয়াজ আহমদ সাজন, মোঃ জাকারিয়া, প্রমুখ।
উল্লেখ্য, ২০২১ সালের ১০ই জুলাই মরহুম লোকমান আলী ইন্তেকাল করেছিলেন। তিনি দীর্ঘ প্রায় দুই যূগ ধরে পশ্চিম ভাটপাড়া জামে মসজিদের ক্যাশিয়ার দায়িত্ব পালন করেছিলেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর