বড়লেখায় ছাত্রশিবিরের জুলাই আলোচিত্র ডকুমেন্টারি প্রদর্শনী

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৫

বড়লেখায় ছাত্রশিবিরের জুলাই আলোচিত্র ডকুমেন্টারি প্রদর্শনী

বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বড়লেখা উপজেলা কর্তৃক আয়োজিত জুলাই ছাত্র জনতার অভ্যুত্থান শীর্ষক আলোকচিত্র ডকুমেন্টারি প্রদর্শনী বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যা ৭ টায় পৌরসভাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
আলোকচিত্র ডকুমেন্টারি প্রদর্শনীতে বড়লেখা শহর সভাপতি হুমায়ুন কবির সাজুর সভাপতিত্বে ও উত্তর থানা শাখার সভাপতি জাবেদ আহমদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা জামায়াতের আমির ও জামায়াত ইসলামী মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এমাদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির মৌলভীবাজার জেলা অফিস সম্পাদক মহসিন আহমদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা বায়তুলমাল সম্পাদক তোফাজ্জল হোসেন, জেলা কলেজ কার্যক্রম সম্পাদক ফয়সল আহমদ, জেলা স্কুল কার্যক্রম সম্পাদক আব্দুল ওয়াহিদ, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক আব্দুল মোহাইমিন, সাংবাদিক ও শিক্ষাবিদ রশীদ আহমদ খান, মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ইংরেজি প্রভাষক তারেক আহমদ, বিয়ানীবাজার উপজেলা শিবিরের সভাপতি আমিনুল ইসলাম, বড়লেখা উপজেলা দক্ষিণ সভাপতি আব্দুর রহমান এবাদ, পশ্চিম সভাপতি কামরান আহমদ, সুজাউল মাদরাসা সভাপতি কাওসার আহমদসহ বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে ২০২৪ সালের সারাদেশে জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের হামলার দৃশ্য ছাত্র জনতার আন্দোলনের চিত্র, ভিডিও ফুটেজ ও বড়লেখায় অনুষ্ঠিত আন্দোলনের সকল ফুটেজ প্রদর্শন করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর