পাথর দিয়ে নৃশংসভাবে সোহাগ হত্যার প্রতিবাদে বড়লেখায় বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৫

পাথর দিয়ে নৃশংসভাবে সোহাগ হত্যার প্রতিবাদে বড়লেখায় বিক্ষোভ মিছিল

বড়লেখা প্রতিনিধি
ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী চাঁদ মিয়া ওরফে সোহাগকে পাথর দিয়ে নৃশংসভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দেশব্যাপী ছাত্রসমাজের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
তারই ধারাবাহিকতায় শনিবার (১২ জুলাই) দুপুর দুই ঘটিকায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ও মোহাম্মদিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিল ও সমাবেশে উপজেলার বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসা পড়ুয়া বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভকারী বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ শিক্ষার্থীরা উত্তর চৌমুহনী ও মোহাম্মদিয়া মাদ্রাসা ছাত্ররা বড়লেখা শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে একত্রিত হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ শেষে নূর জাহান শপিং মহলের সামনে এসে সংক্ষিপ্ত সমাবশে মিলিত হন।
বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু হাসানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগরের সাবেক সদস্য সচিব তামিম আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষার্থী আব্দুস সামাদ সাঈদ, আশরাফ মাহমুদ রাহি, রায়হান আহমদ, আব্দুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা অবিলম্বে সোহাগ হত্যাকাণ্ডের দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ও সারাদেশে সন্ত্রাসী নৈরাজ্য, চাঁদাবাজি এবং বিচারবহির্ভূত হত্যায় জড়িতদের দ্রত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

সর্বশেষ ২৪ খবর