ঢাকা ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট জেলা নায়েবে আমীর এবং সিলেট-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, দেশে এখন নব্য ফ্যাসিবাদের পদধ্বনি শুনা যাচ্ছে। এ সব ফ্যাসিবাদীদের সকল অপকর্ম গুড়িয়ে দিয়ে আগামীর বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত ইসলামের বাংলাদেশ গড়তে উলামা মাশায়েখদের ঐক্যের কোন বিকল্প নাই।
যেখানেই ঐক্য বিনষ্ঠ হচ্ছে সেখানেই ফ্যাসিবাদ সৃষ্টি হচ্ছে। তাই সময় এসেছে সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ হওয়ার। আজ দেশের মানুষ আলেম উলামাদের দিকে চেয়ে আছে। আলেম উলামাগণ ঐক্যবদ্ধ হলে এ দেশে আর কোন নতুন করে ফ্যাসিবাদ ও চাঁদাবাজদের জন্ম হবেনা।
শনিবার(১২ জুলাই) সকালে উলামা মাশায়েখ পরিষদ বিশ্বনাথের উদ্যোগে বিশ্বনাথ উপজেলা পরিষদ মিলনায়তনে ওলামা মাশায়েখ পরিষদ বিশ্বনাথের সভাপতি মাওলানা আব্দুল বাকির সভাপতিত্বে বর্তমান প্রেক্ষাপটে আলেম সমাজের করণীয় শীর্ষক আলোচনা ও উলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি।
প্রধান বক্তার বক্তব্যে জামেয়া ইসলামিয়া পাঠানটুলা সিলেট মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা ফয়জুল্লাহ বাহার বলেন, আমাদেরকে হুশিয়ার হতে হবে দেশে আজ আরো একটা নব্য ফ্যাসিবাদী শক্তির উত্তান হতে চলেছে। মসজিদ মাদ্রাসার ইমাম মুয়াজ্জিনসহ আলেম উলামাদের ঐক্যবদ্ধ হয়ে সেই সব ফ্যাসিবাদীদের মোকাবিলা করতে হবে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, উলামা মাশায়েখ পরিষদ সিলেট জেলার সভাপতি হযরত মাওলানা কমর উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা সভাপতি মাওলানা আমির উদ্দিন, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী, বিশ্বনাথ উপজেলা জমিয়তের সহসভাপতি মাওলানা নুরুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ওবায়দুল হক, জানাইয়া নোয়াগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফয়ছল আহমদ, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, জামেয়া মোহাম্মদীয়া আরাবিয়াহ বিশ্বনাথের নায়েবে মুহতামিম মাওলানা ফয়জুর রহমান, বিশ্বনাথ পৌর জামায়াতের আমীর এইচ এম আক্তার ফারুক, মজলিশে মোদাস্সিরিন সিলেট জেলা শাখার সেক্রেটারি মাওলানা সাদিক সিকন্দার, দারুল উলুম বিশ্বনাথ কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নাজিম উদ্দীন, জাতীয় ইমাম সমিতি বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মাওলানা নিজাম উদ্দীন, ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রউফ, বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মতিন, সৎপুর কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা গোলাম মাওলা, মাওলানা দিলওয়ার হোসেন, মাওলানা ইউনুছ আহমদ মফিজ, আমীর হামজা দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মাসুক আহমদ, রমিজ রশীদ মাদ্রাসা প্রধান মাওলানা শরীফ উদ্দিন, হরিকলস মজলিস পুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি সাইফুল ইসলাম, সৈয়দপুর দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আ ন ম মাসুদ।
মাওলানা ক্বারী গোলাম কিবরিয়ার কোরআন তেলোয়াত ও হাফিজ শাহ মোহাম্মদ ইউছুফের ইসলামি সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের অফিস ও পাঠাগার সম্পাদক মাওলানা আব্দুল মালিক।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, মুহাদ্দিস শিক্ষক ও উলামা মাশায়েখ সহ বিশ্বনাথ উপজেলা ও পৌর এবং বিভিন্ন ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে অনুষ্ঠানটি সফল করায় উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন ও মোহাম্মদীয়া আরাবিয়াহ বিশ্বনাথ মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা ফয়জুর রহমানের দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host