বড়লেখা উপজেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৫

বড়লেখা উপজেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন

বড়লেখা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাস) এর বড়লেখা উপজেলা শাখার ৪৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন মৌলভীবাজার জেলা জাসাসের আহবায়ক শামসুল ইসলাম রাসেল ও সদস্য সচিব জসিম উদ্দিন।
কমিটিতে আহবায়ক হিসেবে মনোনীত হয়েছেন নাট্য কর্মী তাজুল ইসলাম ও শিক্ষক – নাট্যকার সিনিয়র যুগ্মআহবায়ক ইসলাম উদ্দিন এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হন বড়লেখা সদর ছাত্র দলের সাবেক সভাপতি জালাল আহমদ।
বড়লেখা উপজেলা জাসাসের আহবায়ক তাজুল ইসলাম ও সিনিয়র যুগ্মআহবায়ক ইসলাম উদ্দিন এবং সদস্য সচিব জালাল আহমদ বলেন, রাজপথের একঝাঁক পরীক্ষিত, কারানির্যাতিত, শিক্ষিত ও মেধাবী সাবেক ছাত্রনেতা ও যুবনেতাদের দিয়ে একটি সুন্দর ও গ্রহণযোগ্য কমিটি উপহার দিয়েছে জেলা জাসাস। উপজেলা জাসাসের এই কমিটি ছাত্রদল, যুবদলের পরীক্ষিত নেতাকর্মীদের দিয়ে গঠন করা হয়েছে যা বিগত কমিটিগুলোর চেয়ে অনেক বেশি শক্তিশালী ও গ্রহনযোগ্য কমিটি হয়েছে। যা বড়লেখা উপজেলা বিএনপিকে এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করে তুলবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর