বিশ্বনাথে ফার্মেসিতে আগুন লেগে ১০ লাখ টাকার ক্ষতি

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৫

বিশ্বনাথে ফার্মেসিতে আগুন লেগে ১০ লাখ টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ
বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মইনুর রহমানের মালিকাধীন ‘রহমান মেডিসিনে’ বৈদ্যুতিক (শর্ট সার্কিট) থেকে আগুন লেগে প্রায় দশ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে ১৪ জুলাই সোমবার রাত ৩টা ৩০ মিনিটে।
জানা গেছে, বাজার পাহারাদারে নিয়োজিত ব্যক্তি তার দায়িত্ব পালনকালে দেখতে পান রহমান মেডিসিনের ভিতর থেকে আগুনের ধোঁয়া বাহিরে প্রবাহিত হচ্ছে। তখন তিনি রহমান মেডিসিনের স্বত্বধিকারী আলহাজ্ব মইনুর রহমানকে ফোন করলে তিনি সাথে সাথে এসে রহমান মেডিসিনের চার্টার খুলে দেখতে পান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
মুহুর্তের মধ্যে রহমান মেডিসিনের ভিতরের চারদিকে আগুন লেগে বেহাল অবস্হা চিত্রিত হলে আলহাজ মইনুর রহমান ও বাজার পাহাড়াদার তাদের প্রচেষ্টায় আশে পাশের আরো কিছু লোকজন সম্মেলিত ভাবে উপস্হিত সকলের সহযোগিতায় পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে তারা সক্ষম হন। এতে বিশ্বনাথ নতুন বাজার বড় ধরনের একটি দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক ও নেহা গ্রুপের চেয়ারম্যান আব্দুল মতিন রনি সকালে আগুনে ক্ষতিগ্রস্ত রহমান মেডিসিনটি দেখতে এলে তখন তিনি খুবই আক্ষেপ প্রকাশ করেন এবং ভবিয্যতে যাতে এরকম আর কোনো দুর্ঘটনা না ঘটে সে হিসাবে সচেতন থাকার আহবান জানান রহমান মেডিসিনের কর্মকর্তা ও কর্মচারীদেরকে।

সর্বশেষ ২৪ খবর