ঢাকা ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (১৪ জুলাই) বিকেল ৪টার দিকে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের নেতারা।
সমাবেশে বক্তব্য দেন সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান জেলা ছাত্রদলের সিঃ সহ-সভাপতি এড. নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সহ-সভাপতি কামরান আহমেদ, জুবায়ের হোসেন লিলু, এনামুল কবির চৌধুরী সুহেল,মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক হোসাইন আহমেদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন রাজিব, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, জেলা ও মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ লস্কর মুনিম, মোঃ আবদুল্লাহ, খায়রুল ইসলাম দুয়েল, আজহার আলী অনিক, শহীদুল ইসলাম অপু , জহিরুল ইসলাম আলাল, মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশের একটি ‘গুপ্ত সংগঠন’ দীর্ঘদিন ধরে গোপন তৎপরতা চালিয়ে আসছে। তাদের মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টি, শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটানো হচ্ছে। যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অশনি সংকেত হয়ে দেখা দিচ্ছে।
ছাত্রদল নেতারা বলেন, ‘দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকেই আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। আজকের কর্মসূচির মাধ্যমে আমরা সরকারকে স্পষ্টভাবে বলতে চাই—এই অপতৎপরতার বিরুদ্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন।’
সমাবেশে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host