ঢাকা ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৫
ক্রীড়াকণ্ঠ ডেস্ক
সকাল থেকেই বৃষ্টি পড়ছে। তারই মধ্যেই ফ্লাডলাইট জ্বালিয়ে শুরু হওয়া সাফ অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে রয়েছে। একমাত্র গোলটি করেছেন শান্তি মারডি। তবে বিরতির পর খেলা বন্ধ হয়ে আছে। ম্যাচের বাকি অংশ পৌনে সাতটায় শুরু হবে বসুন্ধরা কিংস অ্যারেনার ট্রেনিং মাঠে।
দুই দফায় ম্যাচ কমিশনার ১ ঘণ্টা সময় নিয়েছেন। তবে মাঠ খেলার উপযুক্ত হয়নি। পাশে অন্য মাঠে খেলা হবে।
আন্তর্জাতিক একটি ম্যাচের দুই অর্ধ দুই ভেন্যুতে হওয়ার ঘটনা বাংলাদেশে বিরল। আগে হয়েছে বলে শোনা যায়নি। সাফের বয়সভিত্তিক খেলায় এক ম্যাচ দুই মাঠে। ইতিহাসে প্রথমবার। নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপেরবাংলাদেশ-ভুটান ম্যাচটি প্রথমার্ধ হলো বসুন্ধরা কিংসের মাঠে। বাকি ৪৫ মিনিট হবে পাশেই ট্রেনিং গ্রাউন্ডে।
এমনিতেই বসুন্ধরা কিংস অ্যারেনার মাঠ আগে থেকে বৃষ্টিতে অনুপযুক্ত হয়ে পড়েছে। মঙ্গলবারের ম্যাচ শুরুর আগে ভারি বর্ষণে সারা মাঠ কাদাময়। বল পানির মধ্যে পড়লে আটকে যাচ্ছে। কোনও দলের মেয়েরাই তাদের স্বাভাবিক ছন্দে খেলতে পারেনি। বল আটকে যাচ্ছিল। মাঠেই লুটিয়ে পড়ছেন অনেকেই।
কোচ পিটার বাটলার আজ বেঞ্চের ফুটবলারদের পরখ করেছেন। নেপালের বিপক্ষে ম্যাচের ফুটবলারদের মধ্যে একাদশে আছেন মাত্র দুজন- বন্যা খাতুন ও শান্তি মারডি।
গোলকিপার পজিশনে স্বর্ণা রানী মন্ডলের পরিবর্তে প্রথমবার দেখা মিললো মিলি আক্তারের। অধিনায়ক আফঈদা খন্দকারের বদলে সুরমা জান্নাতের হাতে দেখা গেল আর্মব্যান্ড। লাল কার্ডের কারণে এমনিতেই দলে নেই মোসাম্মৎ সাগরিকা।
ম্যাচের ২ মিনিটে তৃষ্ণা রানীর শট আটকে যায় কাদায়। এরপর ৭ মিনিটে শান্তি তিনবারের চেষ্টায় গোল দিয়েছে। ভেজা মাঠে বল আটকে যাচ্ছিল বক্সের মধ্যে। প্রথমবার ভুটানের গোলকিপার পেমা ইয়াংজম শান্তির শট আটকে দেয়। পরের দুবার চেষ্টা করে অবশেষে গোল পান বাংলাদেশি ফরোয়ার্ড।
ম্যাচের বাকি সময়ে আসলে কাদাময় মাঠে দুই দলের ফুটবলাররা শুধু বলের পেছনে দৌড়েছেন। কিন্তু স্বাভাবিক খেলাটা ঠিকমতো খেলতে পারেননি।
এরপরও বাংলাদেশই বেশি আক্রমণ করেছে। বিরতির খানিক আগে বাম প্রান্ত দিয়ে শান্তি কয়েকবার আক্রমণ শানান। সেই বলে ঠিকমতো সংযোগ করতে পারেননি বন্যা আক্তার ও রূপা আক্তার।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host