ঢাকা ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৫
জৈন্তাপুর প্রতিনিধি
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির ধারাবাহিক অভিযান ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। ১৫ জুলাই ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার সংগ্রাম, তামাবিল, বিছনাকান্দি, প্রতাপপুর, দমদমিয়া ও উৎমা বিওপি এলাকায় অভিযান পরিচালনা করে এসব পণ্য আটক করা হয়।
বিজিবির সূত্রে জানা গেছে, অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, স্কিন ব্রাইট ক্রিম, সুপারি, চিনি, বিড়ি, জিরা, টমেটো, সাবান, আইবল ক্যান্ডি, মুভ ক্রিম, ডেরোবিন অয়েন্টমেন্ট, চকলেট, মোটরসাইকেল, মদ এবং বিয়ার। সব মিলিয়ে এসব চোরাচালানী মালামালের আনুমানিক বাজারমূল্য এক কোটি সাতাশ লক্ষ পঁচাশি হাজার ছয়শত নব্বই টাকা।
সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, বিজিবির উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত মালামালের বিষয়ে প্রযোজ্য আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
বিজিবির এমন উদ্যোগ সীমান্ত অঞ্চলে চোরাচালান রোধে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে সংশ্লিষ্ট মহলের অভিমত।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host