ঢাকা ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৫
বিজয়ের কণ্ঠ ডেস্ক
ঢাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্মকর্তাদের সাথে সিলেট হাবের নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১০টায় ঢাকায় কুর্মিটোলা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান কার্যালয় বলাকা ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন- বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক (বিক্রয় ও বিপণন) আশরাফুল আলম, জি.এম. সেইলস সামসুল করিম, ম্যানেজার জগঝ মিঃ মোস্তফা, ম্যানেজার (কমার্শিয়াল) মাহমুদুর রহমান, ডেপুটি ম্যানেজার (কমার্শিয়াল) তামান্না আনী তাবাসসুম, ডেপুটি ম্যানেজার (কমার্শিয়াল) মোঃ আব্দুল্লাহ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কমার্শিয়াল) তারিকলু ইসলাম ও হাব সিলেট এর পক্ষে চেয়ারম্যান মো. আব্দুল হক ও সেক্রেটারী মো. আব্দুল কাদির।
বৈঠকে সকল ফ্লাইটে সিলেটের উমরাহ্ যাত্রীদের সীট বরাদ্ধের প্রয়োজনীয়তা, সিলেট অঞ্চলের বিমানের বিভিন্ন সমস্যা, বিশেষ করে উমরাহ্ যাত্রীদের সীট বরাদ্দ নিয়ে আলোচনা করেন।
এসময় ডি এম এস আশ্বস্ত করেন আগামী আগস্ট থেকে সিলেট থেকে যাতে বিমান যাত্রী পর্যাপ্ত পরিমাণ সিট বরাদ্দ রাখা এবং মদিনা সিলেট ফ্লাইট শীঘ্রই চালু ব্যাপারে বিমানের উচ্চ পর্যায়ে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host