ঢাকা ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৫
সুনামগঞ্জ সংবাদদাতা
আগামী ১৯ জুলাই শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে সুনামগঞ্জ পৌর ও সদর জামায়াতের উদ্যোগে গণসংযোগ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
সুনামগঞ্জ পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মু. মামুনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা আমীর ও সুনামগঞ্জ-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী উপাধ্যক্ষ মাও. তোফায়েল আহমদ খাঁন, জেলা নায়েবে আমীর ও জামায়াত মনোনীত সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মুহাম্মদ শামস্উদদীন, জেলা নায়েবে আমীর ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা সভাপতি মোহাম্মদ মোমতাজুল হাসান আবেদ, সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ আলী, লুৎফুর রহমান দুলাল, ইসলামি ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন।
তোফায়েল আহমদ খাঁন বলেন, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, বিগত ষোলো বছরের সকল গুম, খুন ও দূর্নীতির বিচার, আগামী জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং সন্ত্রাস ও চাঁদাবাজদের রুখে দিতে আগামী ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। দলমত নির্বিশেষে দেশের কল্যাণে সবাইকে সেই সমাবেশে অংশগ্রহণ করতে হবে। ন্যায় ও ইনসাফের আগামীর বাংলাদেশ গড়তে দলে দলে সবাইকে সেই সমাবেশে যোগ দেয়ার আহবান জানান তিনি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host