ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৫
ওসমানীনগর প্রতিনিধি
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টু স্টার স্বীকৃতি প্রাপ্ত সিলেটের ওসমানীনগর উপজেলার নুনু ফুটবল একাডেমির ৯জন সদস্য প্রকাশিত এসএসসি সমমানের পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ হওয়াতে কৃতি শিক্ষার্থী ও ফুটবলার এবং অতিথিদের সংবর্ধনা এবং ক্রেস্ট প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) রাত ৮ টায় উপজেলার তাজপুর বাজারে নুনু ফুটবল একাডেমির অফিস কক্ষে একাডেমির উদ্যোগে আলোচনা সভা ও সংবর্ধনার আয়োজন করা হয়।
নুনু ফুটবল একাডেমির প্রতিষ্টাতা আলী আমজদ নুনুর সভাপতিত্বে, ধারাভাষ্যকার সোলেমান হোসেন মামুনের পরিচালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস এসোসিয়েশনের সাবেক সভাপতি মান্না চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরী, দেওয়ান বাজার সবুজদলের প্রতিষ্ঠাতা ও সাবেক কৃতি ফুটবলার কয়েছ আহমদ, ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন রশিদ। অনুষ্ঠানের অতিথি ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরী ও সাবেক কৃতি ফুটবলার কয়েছ আহমদ এবং একাডেমির ৯ সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় বক্তারা বলেন, নুনু ফুটবল একাডেমির এই সাফল্যের পেছনে যার নিরলস পরিশ্রম, দূরদর্শিতা ও মানবিক নেতৃত্বে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে, তিনি হচ্ছেন আমাদের প্রিয় আলী আমজদ নুনু। তিনি শুধু একজন ফুটবল সংগঠক নন, তিনি একজন পথপ্রদর্শক, যিনি খেলাধুলাকে শিক্ষার সঙ্গে যুক্ত করে শিশু-কিশোরদের আলোকিত ভবিষ্যতের পথে এগিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছেন। আলী আমজদ নুনুর একাগ্রতা, সাহসিকতা ও ভালোবাসা ছাড়া এই অর্জন সম্ভব হতো না। একাডেমির প্রতিটি সদস্য, অভিভাবক এবং শুভানুধ্যায়ী আজ তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে। আমরা বিশ্বাস করি, তাঁর নেতৃত্বে নুনু ফুটবল একাডেমি ভবিষ্যতেও আরও অনেক মেধাবী, শিক্ষিত ও সচেতন খেলোয়াড় উপহার দিতে পারবে নুনু ফুটবল একাডেমি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওসমানীনগর প্রেসক্লাবের সহ-সভাপতি রনিক পাল, সিনিয়র সদস্য সাইফুর এম রেফুল, কোষাধ্যক্ষ ইব্রাহিম খান ইমন, সাংবাদিক ফজলু মিয়া, সদস্য জুয়েল আহমদ, দেওয়ান বাজার সবুজ দলের সহ-সভাপতি আহাদ আহমদ, নুনু ফুটবল একাডেমির সহ-সভাপতি সুহেল আহমদ, প্রচার সম্পাদক ফয়ছল আহমদ,
নুনু ফুটবল একাডেমির কৃতি ফুটবলার রতন আহমেদ, সুমন মিয়া, খয়রুল ইসলাম, শাওন মিয়া প্রমূখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host