ঢাকা ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৫
জকিগঞ্জ প্রতিনিধি
আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্র সমাজের করণীয় নিয়ে আলোচনা এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত কামনায় ছাত্র জমিয়ত বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুলাই বুধবার কালিগঞ্জের জমিয়ত কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শাখা সভাপতি কাজী মনসুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজমল হোসাইন এর পরিচালনায় মাহফিলে বক্তারা বলেন, “শহীদরা দেশ ও জনগণের অধিকার আদায়ে রক্ত দিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। দেশের জন্য, মানুষের অধিকার রক্ষার জন্য এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে।”
তারা আরও বলেন, “আজকের ছাত্ররাই আগামীর নেতৃত্বের ধারক। তাই শিক্ষার পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম এবং ইসলামী মূল্যবোধ ধারণ করে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মানসিকতা গড়ে তুলতে হবে, মাদক, সন্ত্রাস এবং সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।”
মাহফিলে বক্তারা ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, “শহীদদের ত্যাগের মর্যাদা রক্ষা করতে হলে দেশের স্বার্থে কাজ করতে হবে এবং সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার সংগ্রামে যুক্ত হতে হবে।”
দোয়া মাহফিল শেষে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সকল শহীদদের রুহের মাগফিরাত, দেশের শান্তি, অগ্রগতি এবং মুসলিম উম্মাহর ঐক্যের জন্য বিশেষ মোনাজাত করেন উপজেলা জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা রশীদ হানাফী।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host