জাতীয় সমাবেশ সফল করতে শান্তিগঞ্জে জামায়াতের প্রচার মিছিল

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৫

জাতীয় সমাবেশ সফল করতে শান্তিগঞ্জে জামায়াতের প্রচার মিছিল

শান্তিগঞ্জ প্রতিনিধি
আগামী ১৯ জুলাই শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউপি জামায়াতের উদ্যোগে গণসংযোগ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি আক্তাপাড়া (মিনা বাজার) গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় পয়েন্টে এসে জনসংযোগ ও মিলিত হয়।
দরগাপাশা ইউপি জামায়াতের সভাপতি সামিম আহমেদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি হাফিজ নজরুল ইসলাম মিলন এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাস্টার দিলওয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির শান্তিগঞ্জ উপজোলা শাখার সভাপতি আফসার আহমেদ,
মাস্টার দিলোয়ার হোসাইন বলেন, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, বিগত ষোলো বছরের সকল গুম, খুন ও দূর্নীতির বিচার, আগামী জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং সন্ত্রাস ও চাঁদাবাজদের রুখে দিতে আগামী ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। দলমত নির্বিশেষে দেশের কল্যাণে সবাইকে সেই সমাবেশে অংশগ্রহণ করতে হবে। ন্যায় ও ইনসাফের আগামীর বাংলাদেশ গড়তে দলে দলে সবাইকে সেই সমাবেশে যোগ দেয়ার আহবান জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর