ঢাকা ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৫
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে চোলাই মদ তৈরি ও বিক্রির দায়ে এক যুবককে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহষ্পতিবার (১৭ জুলাই) বেলা ১টায় তার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে এ দন্ড দেয়া হয়।
দন্ডপ্রাপ্ত যুবকের নাম সকুল রবি দাস (২৬)। তিনি উপজেলার সদর ইউনিয়নের ধর্মদা গ্রামের মুচিবাড়ি’র মৃত গৌরা রবি দাস’র ছেলে।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি)’র স্বমন্বয়ে গঠিত যৌথ অভিযানিক দল সকুলের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় তার রান্না ঘরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২ লিটার চোলাই মদ ও ৫ লিটার মদ তৈরির কাঁচামাল উদ্ধার করেন। জব্দ করা হয় মদ তৈরি ও সেবনের বিভিন্ন সরঞ্জাম। অভিযানকালে আটক করা হয় অভিযুক্ত সকুলকে। পরে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে কথা হলে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন কাদের বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮’র ৩৬/৫ ধারায় আটক যুবক দোষী সাব্যস্ত হওয়ায় তাকে উভয় দন্ড প্রদান করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host