ঢাকা ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৫
ক্রীড়াকণ্ঠ ডেস্ক
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভুটানকে আবারও হারিয়েছে বাংলাদেশ। তৃষ্ণা রানীর জোড়ায় বাংলাদেশ ৩-০ গোলে জিতেছে ভুটানের বিপক্ষে। টানা চার ম্যাচ জিতে শিরোপার আরও কাছে পিটার বাটলারের শিষ্যরা। কিংস অ্যারেনার অনুশীলন মাঠে শুরু থেকে স্বাগতিকদের আধিপত্য চলতে থাকে।
১৪ মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করেন তৃষ্ণা। ভুটানের গোলকিপার বক্সের বাইরে থেকে বল নিয়ে ভেতরে ঢুকে হাতে নেওয়ার চেষ্টা করলেও পারেননি, সেই বল ছিনিয়ে পোস্টের দিকে এগিয়ে যান তৃষ্ণা। তবে শট নিতে দেরি করে ফেলায় ভুটানের সোনাম চোডেন তা কর্নারের বিনিময়ে ক্লিয়ার করেন।
২৯ মিনিটে বন্যাকে তুলে স্বপ্না রানীকে নামান বাটলার। তাতে গতি বাড়ে বাংলাদেশের খেলায়। মধ্যমাঠের দখল নেয় স্বাগতিকরা। ৩১ মিনিটে ডান দিক থেকে আসা ক্রস পেয়ে বক্সের ভেতর থেকে ঠিকঠাক শট নিতে পারেননি তৃষ্ণা। তবে দুই মিনিটের মধ্যে সেই তিনিই এগিয়ে দেন বাংলাদেশকে। মধ্যমাঠ থেকে স্বপ্নার থ্রু পাস ধরে বক্সে ঢুকে দারুণ ফিনিশিং করেন তিনি।
বিরতির পর বাংলাদেশের দাপট চলতে থাকে। তৃষ্ণাকে ফাউল করায় পেনাল্টি পায় বাংলাদেশ। তবে ৬২ মিনিটে স্বপ্না স্পটকিক থেকে পোস্টের বাইরে বল মেরে সুযোগ নষ্ট করেন। এর জন্য করজোড়ে ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি।
চার মিনিট পর তৃষ্ণা অবশ্য সমর্থকদের মুখে আবারও হাসি ফুটিয়েছেন। বক্সের প্রান্ত থেকে জোরালো শটে এক ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে জাল কাঁপান এই স্ট্রাইকার। গোলকিপার ঝাঁপিয়েও গোল আটকাতে পারেননি।
৭৫ মিনিটে স্বপ্না আগের ভুলের প্রায়শ্চিত্ত করেন। বক্সের অনেক বাইরে থেকে নেওয়া ডান পায়ের জোরালো শটে দলকে ৩-০-তে এগিয়ে নেন। বল পোস্টের মাঝের অংশে লেগে গোললাইনের ভেতরে স্পর্শ করলে জয়ও নিশ্চিত হয়। এর আগে ভুটানের বিপক্ষে ৪-১ গোলে জিতেছিল বাংলাদেশ।
দর্শকবিহীন মাঠে খেলা হওয়ার কথা থাকলেও আদতে তা হয়নি। অনেককে দেখা যায় দাঁড়িয়ে খেলা দেখতে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host