দশ দিনের অপেক্ষার পর ফিরল মালিকের মরদেহ, জকিগঞ্জে শোকের ছায়া, পরিবারের মাতম

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৫

দশ দিনের অপেক্ষার পর ফিরল মালিকের মরদেহ, জকিগঞ্জে শোকের ছায়া, পরিবারের মাতম

জুবায়ের আহমদ, জকিগঞ্জ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের মৌলভীচক গ্রামের মিরাসী বাড়ি যেন আজ শোকে নিস্তব্ধ। এই বাড়ির মৃত ইবরাহিম আলীর চতুর্থ সন্তান, সহজ-সরল, হাস্যোজ্জ্বল মানুষ আব্দুল মালিক (৫৫) গত দশ দিন ধরে নিখোঁজ ছিলেন। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও যখন তাঁর কোনো সন্ধান মেলেনি, পরিবারের আশার প্রদীপ নিভে যেতে বসেছিল।
এমন সময় ভারতের আসাম রাজ্যের একটি হাসপাতালে থাকা অজ্ঞাত এক মরদেহের সংবাদে পরিবারের বুকের ভেতর আবার দোল খায় আশার আর শঙ্কার ঢেউ। শেষ পর্যন্ত সেই মরদেহের সাথেই মিলে যায় প্রিয়জনের পরিচয়।
ভারতের করিমগঞ্জ জেলা পুলিশের সহায়তায় বিএসএফ এবং বাংলাদেশের বিজিবি ও পুলিশের আনুষ্ঠানিক হস্তান্তরের মাধ্যমে শনিবার রাতে মরদেহটি দেশে ফিরিয়ে আনা হয়। প্রিয় মানুষের নিথর দেহ চোখের সামনে আসতেই স্ত্রী-সন্তান ও স্বজনদের বুক ফেটে কান্না বেরিয়ে আসে। তাঁদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। কেউ আর চোখের পানি ধরে রাখতে পারেননি।
হৃদয়বিদারক সেই দৃশ্য দেখে মৌলভীচক গ্রামের গলি-বাড়ি থেকে শুরু করে পুরো এলাকা যেন শোকের অন্ধকারে ডুবে যায়।
প্রতিবেশীরা স্মরণ করছেন তাঁর সরলতা, নরম স্বভাব ও সবসময় হাসিমুখে কথা বলার অভ্যাসের কথা। এমন মর্মান্তিক বিদায় কারো কল্পনাতেও ছিল না।
শনিবার রাত ১টায় স্থানীয় হাজীগঞ্জ শাহী ঈদগাহ মাঠে মরহুমের মামা মাওলানা হোসাইন আহমদের ইমামতিতে জানাজা অনুষ্ঠিত হয়। গভীর রাতেও দূরদূরান্ত থেকে ছুটে আসেন শত শত মানুষ। জানাজার নামাজ শেষে কাঁদতে কাঁদতে তাঁকে শেষ বিদায় জানান প্রিয়জনেরা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর